দেবহাটা

দেবহাটায় কিডনি নষ্ট পুত্রকে বাঁচাতে অসহায় পিতার সাহায্যের আবেদন

By Daily Satkhira

August 18, 2017

কে এম রেজাউল করিম : দেবহাটায় ২টি কিডনি নষ্ট ছেলেকে বাঁচাতে অসহায় পিতা সাহায্যের হাত বাড়াতে সকলের নিকট আবেদন জানিয়েছেন। পুত্রের চিকিৎসার খরচ জোগাড় করতে অসহায় দরিদ্র পিতা সমাজের বিত্তবান ও সকলের কাছে আকুল আবেদন করেছেন। দেবহাটা উপজেলার সুশীলগাতী গ্রামের লোকমান হোসেন জানান, তার ছেলে আল আমিন পড়াশুনা করে। সে গত কয়েকমাস আগে হঠাৎ অসুস্থ হলে তাকে ঢাকার সোহরাওয়ার্দী হাসাপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখান থেকে তাকে নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যাওয়া হলে সেখানের বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডাঃ রফিকুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসা করানো হয়। সকল পরীক্ষা নিরীক্ষা করানোর পরে তার ছেলের ২টি কিডনি নষ্ট বলে জানানো হয়। লোকমান হোসেন জানান, তিনি গরিব মানুষ হলেও সহায় সম্পদ বিক্রয় করে তিনি তার ছেলেকে আরো উন্নত চিকিৎসার জন্য ভারতের ভেলোরে সিএমসি হাসপাতালে নিয়ে যান। সেখানেও তার ছেলের ২টি কিডনি নষ্ট বলে চিকিৎসকগণ জানিয়ে দেন। তার ছেলেকে বাঁচাতে অন্তত ১টি কিডনি প্রতিস্থাপন করতে বলে জানানো হয়। ছেলের চিকিৎসা বার কিডনি লাগানোর জন্য বাংলাদেশি প্রায় ১২ লক্ষ টাকার প্রয়োজন বলে তিনি জানান। কিন্তু এতো টাকা তার পক্ষে জোগাড় করা অসম্ভব। তাই তিনি তার ছেলেকে বাচাতে সমাজের বিত্তবানসহ সকল মানুষের প্রতি সাহায্যের জন্য আকুল আবেদন জানিয়েছেন। যদি কোন সহ্নদয়বান মানুষ সাহায্য করতে চান তাহলে তিনি তার নিজের বিকাশ নং- ০১৯৮৬-৬২০৫৮৫ তে পাঠানোর জন্য অনুরোধ করেছেন।