আন্তর্জাতিক

স্পেনের পর এবার ফিনল্যান্ডে হামলা

By Daily Satkhira

August 19, 2017

ফিনল্যান্ডের একটি শহরে ছুরিকাঘাতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। পুলিশ ওই হামলাকারী ব্যক্তিকে গুলি করে ধরে ফেলে।

শুক্রবার (১৮ আগস্ট) ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি থেকে ১৪০ কিলোমিটার পশ্চিমে সুইডিশভাষী তুর্কু শহরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনাটির বিষয়ে তাৎক্ষণিক কিছু বলতে পারছে না পুলিশ। তবে শহরের কেন্দ্রস্থল এড়িয়ে চলতে নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে।

ছুরিকাঘাতের পরই আশপাশের এলাকায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ ওই ব্যক্তিকে গুলি করে ধরে ফেলে। তবে এটি কোনো সন্ত্রাসী হামলা ছিল কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, স্পেনের বার্সেলোনার লাস রামব্লাস পর্যটন এলাকায় ভয়াবহ গাড়ি হামলায় ১৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া ১শ’ জন আহত হয়েছেন। এই গাড়ি হামলার পর সতর্কাবস্থায় ছিলো ইউরোপের নিরাপত্তা বাহিনী। তার মধ্যেই শুক্রবার স্ক্যান্ডিনেভিয়ান দেশটিতে এই ঘটনা ঘটলো।