পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার গড়ইখালীর ১০টি পূজা মন্ডপে শান্তি শৃংখলা রক্ষায় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ৭২ জন স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। মঙ্গলবার সকালে গড়ইখালী বাজারস্থ পরিষদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক দিনের প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রত্যেক স্বেচ্ছাসেবককে পূজার বিশেষ পোশাক দেয়া হয়েছে। ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক এসএম আয়ুব আলী, আ’লীগ নেতা গাজী মিজানুর রহমান, আজমল হোসেন, আক্তার হোসেন গাইন, ইউপি সদস্য দুর্গাদাশ মন্ডল, মনোহর চন্দ্র মন্ডল, শহিদুল ইসলাম সরদার, আব্দুস সালাম কেরু, আব্দুল হান্নান গাজী, শাহবুদ্দিন গাইন, বিপুল কুমার মন্ডল, অচিন্ত কুমার মন্ডল, ইয়াছিন গাইন, কাজল রানী বর্মন, সীমা বিশ্বাস, নাসরিন মন্টু ও ইউপি সচিব মিরাজুল ইসলাম।