দেবহাটা

দেবহাটা থানায় গত ৩ মাসে ২০৪ জন আসামি গ্রেফতার, ৫১টি মামলা

By Daily Satkhira

August 19, 2017

এম রেজাউল করিম: দেবহাটা থানায় গত ৩ মাসে ২০৪ জন আসামী গ্রেফতার, ৫১টি মামলা হয়েছে। দেবহাটা থানায় গত ১৭ মে ওসি হিসেবে যোগদান করেছেন কাজী কামাল হোসেন। তিনি যোগদানের পর থেকে গত ৩ মাসে দেবহাটা থানার আইনশৃঙ্খলার উন্নতিকল্পে তিনি কাজ করছেন। কাজী কামালা হোসেন ওসি হিসেবে দেবহাটা থানায় যোগদানের পর থেকে দেবহাটা থানা থেকে সকল প্রকারের অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধ করার জন্য কাজ শুরু করেন। দেবহাটা এলাকা থেকে সন্ত্রাসী, চোরাচালান, মাদক, নাশকতাকারী সহ সকল প্রকারের অপরাধীদের আইনের আওতায় এনে শািন্তশৃঙ্খলা বজায় রাখার জন্য থানার সকল অফিসারদের তিনি নির্দেশ প্রদান করেন। দেবহাটা থানা থেকে প্রাপ্ত তথ্য মতে, সেই লক্ষ্যকে সামনে রেখে গত ৩ মাসে দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেনের নেতৃত্বে থানার অফিসাররা ২০৪ জন আসামী গ্রেফতার করেছেন। এরমধ্যে ২৮টি মাদক মামলায় গ্রেফতার হয়েছে ২৭ জন, ওয়ারেন্টের জিআর মামলার ১২৫ জন, সিআর মামলার ৩৫ জন ও সাজাপ্রাপ্ত ৪ জন আসামী রয়েছে। এছাড়া নিয়মিত মামলায় গ্রেফতার করেছেন ১৩ জন আসামী। গত ৩ মাসে মাদকের ২৮ টি মামলা সহ মোট ৫১ টি মামলা দেবহাটা থানায় নথিভুক্ত হয়েছে। মাদক উদ্ধারের মধ্যে রয়েছে ৫৩ পিচ ইয়াবা, ২ বোতল বিদেশী মদ, ১ কেজি ৭ শত গ্রাম গাজা ও ফেন্সিডিল উদ্ধার হয়েছে ৫০ টি। এছাড়া ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪৫ জনকে বিভিন্ন মেয়াদে ও জরিমানা করা হয়েছে। ওসি কাজী কামাল হোসেন এলাকার আইনশৃঙ্খলা বিষয়ে জানান, পুলিশের কাজ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। আর আমরা সেই লক্ষ্যে কাজ করছি। তিনি বলেন, দেবহাটা এলাকায় কোন ধরনের সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকান্ড থাকবেনা। যারা বা যে কেউ যদি অপরাধ করে তাহলে তাদের বিরুদ্ধেই যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।