সাতক্ষীরা

সাতক্ষীরায় বিশ্ব মানবতা সহায়তা দিবসের আলোচনা সভায় অনুষ্ঠিত

By Daily Satkhira

August 19, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় বিশ্ব মানবতা সহায়তা দিবস-২০১৭ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি প্রশিক্ষণ হলরুমে অক্সফাম বাংলাদেশের আর্থিক সহায়তায় ও আশ্রয় ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং চুপড়িয়া মহিলা সংস্থার আয়োজনে চুপড়িয়া মহিলা সংস্থার নির্বাহী পরিচালক মরিয়ম মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, মানবতা একটি মহৎ গুণ। যার মধ্যে এই গুণ নেই সে কখনও মহৎ ব্যক্তি হতে পারেনা। মানুষ মানুষের জন্য এটাই সকলের মূলনীতি হওয়া উচিত। বর্তমানে বাংলাদেশের ১২টি জেলায় বন্যা দেখা দিয়েছে। মানবতার বিপর্যয় দেখা দিয়েছে। সকলকে স্ব-স্ব স্থান থেকে বন্যা দূর্গতদের পাশে দাড়ানোর আহবান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জজকোর্টের অতিরিক্ত পিপি এড. আজহারুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আমজাদ হোসেন, প্রবীন সাংবাদিক আবুু কাজী ও ইলনা প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক মো. মিজানুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।