সাতক্ষীরা

সাতক্ষীরায় রোটারী ক্লাব ও রোটার‌্যাক্ট ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

By Daily Satkhira

August 19, 2017

জি এম আবুল হোসাইন : রোটারি ক্লাব অব সাতক্ষীরা ও রোটার‌্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় সদর উপজেলার তালতলা মাধ্যমিক বিদ্যালয়ে ও ১১টায় রসুলপুর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে পৃথক ভাবে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আম, বকুল, জলপাই ও মেহগনিসহ বিভিন্ন প্রজাতির ৪৭টি গাছের চারা রোপণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব সাতক্ষীরা’র সভাপতি রোটা. এনছান বাহার বুলবুল, সাধারণ সম্পাদক রোটা. এ্যাড. শাহানেওয়াজ পারভীন মিলি, রোটা. পিপি মাহমুদুল হক সাগর, রোটা. পিপি প্রফেসর ভূধর সরকার, রোটা. পিপি মাগফুর রহমান, বৃক্ষরোপণ কর্মসূচির চেয়ারম্যান রোটা. মো. মনিরুজ্জামান টিটু, রোটা. মোশাররফ হোসন মন্টু, আখতারুজ্জামান কাজল, কামরুজ্জামান রাসেল, রোটার‌্যাক্ট ক্লাব অব সাতক্ষীরা’র সভাপতি রোটা. জি.এম আবুল হোসাইন, সহ-সভাপতি রোটা. ইজাজ আহমেদ, সাধারণ সম্পাদক শেখ কাইয়ুম রহমান, আরিফুল ইসলাম, মাসুদ পারভেজ, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, তালতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, এসএমসি’র সভাপতি মো. আবিদার রহমান, রসুলপুর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা খাতুন প্রমুখ। রসুলপুর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে রোটারি ক্লাব অব সাতক্ষীরা’র পিপি রোটা. প্রফেসর ভূধর সরকার বলেন, রোটারি ক্লাব ও রোটারেক্ট ক্লাব নিয়মিত বিভিন্ন সামাজিক কর্মকা-ে অংশ নিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আজকের এ বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ অপরিহার্য। তিনি প্রত্যেকেরই সামর্থ অনুযায়ী এধরণের কর্মসূচি অব্যাহত রাখার জানান।