শ্যামনগর

সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার সময় আটক ৩

By Daily Satkhira

August 19, 2017

শ্যামনগর ব্যুরো : সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনের গহিনে ছোট কেয়াখালী নদীতে বিষ প্রয়োগ করে মাছ ধরার সময় সরঞ্জাম সহ ৩ ব্যক্তিকে আটক করেছে বুড়িগোয়ালিনী বন স্টেশন অফিসের সদস্যরা। গতকাল শনিবার বেলা ১ টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রামের মৃত দলিল উদ্দীন গাজীর ছেলে করিম গাজী(৪৫) এবং একই এলাকার সবদুল গাজীর ছেলে আক্তারুল গাজী (৩৫) ও আব্দুল মজিদ গাজীর ছেলে আকছেদুল গাজী(৩৪)। এ সময়ে তাদের ব্যবহৃত ২ বোতল বিষ সহ ব্যবহার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। বুড়িগোয়ালিনী বন স্টেশন কর্মকর্তা বেলাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তীতে ঘটনাস্থল অভিযান চালিয়ে সরঞ্জাম সহ তাদের আটক করে বন আইনে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) শোয়েইব খান সত্যতা নিশ্চিত করেন।