তালা প্রতিনিধি: চলতি খরিপ-২/২০১৬-১৭ মৌসুমে আলোর ফাঁদ স্থাপন করে রোপা আমন ফসলে বাদামী গাছ ফড়িং ও পাতা মোড়ানো পোকা সহ অন্যান্য ক্ষতিকর পোকার উপস্থিতি নির্নয় করা হয়েছে। তালা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে, সোমবার রাতে উপজেলার ১২টি ইউনিয়নের সকল ব্লকে একযোগে এই ফাঁদ স্থাপিত হয়। তালা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার শেখ আবু জাফর জানান, আমন ধান ক্ষেতে উপকারী পোকা ও ক্ষতিকর পোকার হার নির্নয় করার জন্য সোমবার ১২টি ইউনিয়নের সকল ব্লকে সংশ্লিষ্ট উপসহকারী কৃষি অফিসারদের তত্ত্বাবধানে আলোর ফাঁদ তৈরি করা হয়। তালার জালালপুর ইউনিয়নের নেহালপুর ও মাগুরা ইউনিয়নের চরগ্রাম ব্লকে আলোর ফাঁদ স্থাপনকালে সাংবাদিক বি. এম. জুলফিকার রায়হান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার শেখ আবু জাফর, উপসহকারী কৃষি অফিসার ইলোরা পারভীন, ইউপি সদস্য গোলাম মোস্তফা, তকিম উদ্দীন, গুটি ইউরিয়া প্রকল্পের মাঠ কর্মী বশির আহম্মেদ, কৃষক টিপু, রবিউল ইসলাম, জবক্ষার শেখ, শামসুর রহমান সহ উপসহকারী কৃষি অফিসারগন এবং গ্রামবাসী উপস্থিত ছিলেন। তালা উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মো. সামছুল আলম জানান, আমন ক্ষেত থেকে পোকা দমনের নিমিত্তে চাষীদের উদ্বুদ্ধকরনের জন্য উপজেলার প্রতিটি ব্লকে এইদিন আলোর ফাঁদ তৈরি করা হয়। এরমাধ্যমে ক্ষেতে ক্ষতিকর পোকার হার উপকারী পোকার চেয়ে কম পরিলক্ষিত হয়েছে। যেকারেন আমন ক্ষেত্রে পোকার আক্রমণ কম হওয়ায় ধান উৎপাদন বৃদ্ধি হবে। চলতি আমন মৌসুমের শেষ সময় পর্যন্ত আলোর ফাঁদ স্থাপন কার্যক্রম অব্যাহত থাকবে বলে, কৃষি অফিসার জানিয়েছেন।