জাতীয়

দ্য হিন্দু’র প্রতিবেদন; বন্যায় তলিয়ে গেছে বাংলাদেশের এক তৃতীয়াংশ, নিহত ১২০

By Daily Satkhira

August 20, 2017

প্রভাবশালী ভারতীয় দৈনিক ‘দ্য হিন্দু’র এক প্রতিবেদনে বাংলাদেশের বন্যা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরা হয়েছে। ওই প্রতিবেদনে মৌসুমি বন্যাজনিত কারণে জুলাইয়ের মাঝামাঝি থেকে এ পর্যন্ত বাংলাদেশের এক তৃতীয়াংশ তলিয়ে যাওয়া এবং ১২০ জন নিহত হওয়ার খবর দেওয়া হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ জেলার অন্তত ৫০ লাখ মানুষ বন্যায় ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, বন্যাজনিত কারণে যে ১২০ জন নিহত হয়েছেন তাদের বেশিরভাগই পানিতে ডুবে নিহত হয়েছেন। বাকিদের কেউ প্রাণ হারিয়েছেন সাপের কামড়ে, কেউবা আবার বৈদ্যুতিক শক খেয়ে।

বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বরাত দিয়ে দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, উপকূলবর্তী নদীগুলো থেকে পানি ধেয়ে আসছে। সঙ্গে রয়েছে বৃষ্টি। এ পর্যন্ত অন্তত ১৫,০০০ ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ২ লাখ ৫০ হাজার আবাসস্থল। ৬ লাখ ১৮ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে সাম্প্রতিক এই বন্যায়।

বাংলাদেশের উত্তর ও মধ্যাঞ্চলের হাজার হাজার স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। ব্যাহত হচ্ছে সড়ক ও রেল যোগাযোগ। বিপদসীমার ওপর দিয়ে বইছে পদ্মা ও ব্রহ্মপুত্রসহ আক্রান্ত এলাকার নদীগুলোর পানি বইছে বিপদসীমার ওপর দিয়ে।

বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয়ের তরফ থেকে দ্য হিন্দুকে বলা হয়েছে, সরকারের মূল লক্ষ্য হলো দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছানো। খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, দুর্যোগ মোকাবেলার জন্য প্রয়োজনীয় খাদ্য সরকারের কাছে মজুদ রয়েছে। তবে সংবাদমাধ্যমের বরাত দিয়ে দ্য হিন্দু দাবি করেছে, ত্রাণ বণ্টন ব্যবস্থা যথাযথ অবস্থায় নেই।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, বন্যাদুর্গতদের মধ্যে ৬ কোটি টাকা, প্রায় ১৬ টন চাল, ৩৬,৫০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।