সাতক্ষীরা

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সড়ক সংস্কার ও পানি নিষ্কাষণ নিয়ে আলোচনা

By Daily Satkhira

August 20, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সড়ক সংস্কার ও পানি নিষ্কাষণসহ বিভিন্ন বিষয় নিয়ে সার্বিক আলোচনা হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা উন্নয়ন সমন্বয় কমিটির উপদেষ্টা সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.এন.এম মঈনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল হান্নান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ^াস সুদেব কুমার, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ কাজী আব্দুল মান্নান, সাতক্ষীরা সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মনজুরুল করিম, সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ জিয়াউল হক প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী অপূর্ব কুমার ভৌমিক, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, কালিগজ্ঞ উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনুদ্দিন, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল- আসাদ, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত এস.এম মহসীন-উল-মূলক, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা, তালা উপজেলা নির্বাহী অফিসার ফরিদ হোসেন, জেলা শিক্ষা অফিসার এস.এম ছায়েদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ দাস, জেলা স্কাউটস্ সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক রওশন আরা জামান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক দেবাষিস চৌধুরী প্রমুখ। সাতক্ষীরা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় ভবিষ্যৎ জটিলতা এড়াতে পৌরসভার মধ্যে যে কোন অবকাঠামো বা রাস্তার কাজ করার সময় গণপূর্ত বিভাগ ও সড়ক ও জনপদ কর্তৃপক্ষকে সাতক্ষীরা পৌরসভার সাথে সমন্বয় করা, প্রাণসায়র খালের বর্জ অপসারণ করতে হবে। জেলা প্রশাসকের কার্যালয় ও এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এলাকার পানি নিষ্কাষণের পদক্ষেপ নেওয়া, গুণগতমান বজায় রেখে শহরের প্রধান সড়কসমূহ নির্মাণ/মেরামতের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। শহর বাইপাস সড়কের কাজের অগ্রগতি বিষয়ে প্রধান প্রধান সিদ্ধান্ত সমুহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।