মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা জেলা টেক্সি, অটোরিক্সা, অটোটেম্পু, মিশুক, বেবীটেক্সি, টেক্সিকার মালিক সমিতির উদ্যোগে মৃত সদস্যের পরিবারকে মরনোত্তর আর্থিক সহায়তা ও সঞ্চয়ের জমাকৃত টাকা ফেরত প্রদান করা হয়েছে। রোববার বিকালে কেন্দ্রীয় বাসটার্মিনাল সংলগ্ন সমিতির অস্থায়ী কার্যালয়ে লাইন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এম.এ খালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা টেক্সি, অটোরিক্সা, অটোটেম্পু, মিশুক, বেবীটেক্সি, টেক্সিকার মালিক সমিতির সভাপতি মো. মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক মো. গাউস আলী প্রমুখ। বক্তারা বলেন, ‘সাতক্ষীরা জেলা টেক্সি, অটোরিক্সা, অটোটেম্পু, মিশুক, বেবীটেক্সি, টেক্সিকার মালিক সমিতির মাধ্যমে অসহায় দুস্থ এবং ক্ষতিগ্রস্থ চালকদের উন্নয়নে কাজ করে যচ্ছে। ক্ষতিগ্রস্থ চালকদের মাঝে অনুদান ও সঞ্চয়ের টাকা ফেরত প্রদান করা হচ্ছে। আগামী দিনে এ সংগঠনের মাধ্যমে চালকদের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান বক্তারা।’ এসময় উপস্থিত ছিলেন সানাউল্লাহ বাবু, শহিদুল ইসলাম, মো. সেলিম গাজী, শেখ মোস্তাফিজুর রহমান, রকিব মোল্যা, মনিরুজ্জামান বাসারসহ সমিতির সদস্যরা। এসময় মৃত আবুল বাসারের পরিবারের হাতে আর্থিক সহায়তার অর্থ ও তার সঞ্চয়কৃত অর্থ তুলে দেওয়া হয়।