শ্যামনগর

শ্যামনগরে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

By daily satkhira

October 04, 2016

শ্যামনগর ব্যুরো : শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে স্বাস্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত ৪ অক্টোবর পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহযোগীতায় নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশনের বাস্তবায়নে সমৃদ্ধি কর্মসূচীর আওতায় বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প (চর্ম,যৌন, এলার্জী ও গাইনী) উদ্বোধন করেন আটুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবু সালেহ বাবু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এইচ, এম, মামুনুর রশিদ সমন্বয়কারী সমৃদ্ধি কর্মসূচি, ডাঃ রায়হান আতিকুল্লাহ, ডাঃ সাইজুল ইসলাম, ডাঃ শাহিদা, এম হাবিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ প্রবীর মুখার্জী  বিশেষজ্ঞ চর্ম,যৌন, এলার্জী ও সেক্স রোগ, ডাঃ নাসরিন সুলতানা গাইনী বিশেষজ্ঞ। মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষনা করেন মোঃ আবু সালেহ বাবু চেয়ারম্যান ১০নং আটুলিয়া ইউনিয়ন পরিষদ। অনুষ্ঠানে বক্তাগণ বলেন, পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহযোগীতায় নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশনের বাস্তবায়নে ১০ নং আটুলিয়া ইউনিয়নে চলমান সমৃদ্ধি কর্মসূচি একটি যুগাস্তকারী কর্মসূচি। ইউনিয়নে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে যথেষ্ট অবদান রেখে চলেছে। গরীব অসহায় দুস্থ মানুষের স্বল্প মূল্যে চিকিৎসা সেবা দিয়ে ইতোমধ্যে যথেষ্ট সুনাম কুড়াতে সক্ষম হয়েছে। আমরা পিকেএসএফ ও এনজিএফ কে এমন একটি কর্মসূচি পরিচালনা করার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। উদ্বোধনী বক্তব্যে চেয়ারম্যান মোঃ আবু সালেহ বাবু  বলেন, ভৌগলিক কারণে আমাদের ইউনিয়নটি প্রাকৃতিক দুর্যোগে ঝুিকপূর্ণ,এখানে বছরের বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে। মানুষের সাজানো জীবন তছনছ করে দেয়। লবনাক্ততার মতো চলমান দূর্যোগ নিত্য সঙ্গী। যে কারণে এখান কার জনসাধারনের মধ্যে মারাত্মক চর্ম,এলার্জী রোগের  প্রভাব লক্ষ্য করা যায়। রয়েছে যৌন রোগের মতো নীরব ঘাতক ব্যাধি। গ্রামের অল্প শিক্ষিত,অক্ষর জ্ঞানহীন নারীদের রয়েছে নানাবিধ শারীরিক সমস্যা- যাহা মুখ ফুটে বলতে পারেনা। এমনই বাস্তবতায় আজকের স্বাস্থ্য ক্যাম্পটি খুবই বাস্তব সম্মত। আমি এনজিএফ এবং পিকেএসএফ কে অনুরোধ করবো এ ধরনের স্বাস্থ্য ক্যাম্প বেশী বেশী আয়োজন করে  ইউনিয়নের মানুষের সেবায় অবদান রাখতে। এ ক্যাম্পে  ২৩৫জন নারী ও  জন পুরুষ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।