সাতক্ষীরা

সাতক্ষীরা প্রেক্লাবে সংবাদ সম্মেলন ইউপি নির্বাচনে সমর্থন না করায় সন্ত্রাসী মন্টুর বিরুদ্ধে এক ব্যক্তির ঘের দখলের অভিযোগ

By daily satkhira

October 04, 2016

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি উপজেলার ২৫ মামলার আসামি মিজানুর রহমান মন্টুর বিরুদ্ধে ইউপি নির্বাচনে সমর্থন না করায় এক ব্যক্তির ঘের দখলের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে উপজেলার তেতুলিয়া গ্রামের রফিকুল ইসলাম এই সংবাদ সম্মেলন করে। এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, তিনি গত ২০ বছর যাবত তেতুলিয়া এলাকার ১১জন মালিকের কাছ থেকে একটি জমি হারি নিয়ে ঘের পরিচালনা করছেন। সর্বশেষ ইউপি নির্বাচনে মিজানুর রহমান মন্টু চেয়ারম্যান পদপ্রার্থী ছিল। নির্বাচনে তাকে সমর্থনা না করে নৌকা প্রতীকের প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিপংকর কুমারকে সমর্থন করায় তিন মাস পূর্বে তার ঘেরটি দখল করে নেয় মিজানুর রহমান মন্টু। বিষয়টি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমারকে জানালে তিনি পদক্ষেপ নিতে গেলে মিজানুর রহমান মন্টু ইউপি চেয়ারম্যান দিপংকর কুমারকে জীবননাশের হুমকি দেয়। চেয়ারম্যান এ ব্যাপারে আশাশুনি থানায় একটি জিডি করেন এবং জীবনের ভয়ে ওইদিন রফিকুল ইসলামের বাড়িতে রাত ১১টা পর্যন্ত অবস্থান করেন। পরে আশাশুনি থানার ওসি গিয়ে তাকে বাড়ি পৌঁছে দেন।  সংবাদ সম্মেলনে আরও বলা হয়, মিজানুর রহমান মন্টু তার বাহিনী দিয়ে কাদাকাটি এলাকার একাধিক খাল দখল করে রেখেছে। তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। সংবাদ সম্মেলনে তাকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।