আশাশুনি

আশাশুনিতে এক স্কুল শিক্ষিকার তুলকালাম কাণ্ড!

By Daily Satkhira

August 21, 2017

আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের মহিষাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষককে স্কুলে না আসায় হাজিরা খাতায় অনুপস্থিত দেখানোকে কেন্দ্র করে তুলকালাম কা- ঘটেছে। বিষয়টি উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তা অবহিত হলে সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার স্কুলটি পরিদর্শন করেছেন। স্কুলের সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা) পণতি সরকার গত ১২ আগস্ট বেশবপুর থেকে স্কুলে আসার পথে সামান্য দুর্ঘটনা কবলিত হলে ১২ ও ১৩ স্কুলে আসেননি। বিষয়টি প্রধান শিক্ষকে না জানিয়েই তিনি স্কুলে ২দিন অনুপস্থিত ছিলেন। ১৪ অগাস্ট জন্মাষ্টমীর ছুটি থাকায় ১৫ আগস্ট তিনি শোক দিবসের দিন স্কুলে আসেন। ১৭ আগস্ট স্কুলে এসে দেখেন তার হাজিরা খাতায় লাল কালি দিয়ে অনুপস্থিত দেখানো হয়েছে। এসময় তিনি ক্লাস নিতে বিরত থেকে প্রধান শিক্ষক তাকে ৬ মাস পূর্বে কু-প্রস্তাব দিয়েছিলেন তাতে রাজি না হওয়ায় তাকে প্রতিশোধ নিতে অনুপস্থিত দেখিয়েছেন দাবি করতে থাকেন। বিষয়টি স্কুলের সকল শিক্ষককে জানানোর পর বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। প্রধান শিক্ষক তখন স্কুলে নিয়মিত কমিটি না থাকায় সকল শিক্ষককে নিয়ে মিটিং করেন এবং সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। উক্ত শিক্ষকের স্বামী কর্তৃক মোবাইলে প্রধান শিক্ষককে হুমকির বিষয়টিও আলোচনায় উঠে আসে। সভার সিদ্ধান্ত মোতাবেক ১৭ আগস্ট তাকে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়। সোমবার জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান ও সহকারী জেলা শিক্ষা অফিসার অলোক কুমার তরফদার স্কুলটিতে আসেন। তারা শিক্ষকদের নিয়ে বসেন এবং মিথ্যা কু-প্রস্তাবের কথা বলে প্রধান শিক্ষককে অপমান করার কারণে ক্ষমা চাওয়ার মাধ্যমে পরিস্থিতির নিরসন করাণ হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।