ভিন্ন স্বা‌দের খবর

খোজ মিলল জুতা পরা পাখির

By Daily Satkhira

August 22, 2017

অবশেষে খোজ মিলল জুতা পড়া পাখির। পাখিটির বয়স মাত্র দুই মাস। একটি পরিত্যক্ত ডিম থেকে বিশেষ প্রক্রিয়ায় জন্ম হয়েছে ফ্লেমিঙ্গোটির। সিঙ্গাপুরের চিড়িয়াখানার একটি ফ্লেমিঙ্গো পাখি বিশ্ব গণমাধ্যমের শিরোনাম হয়েছে। চিড়িয়াখানা থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে পাখিটি জুতা পায়ে ঘুরঘুর করে ঘুরে বেড়াচ্ছে।

ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। এটি দেখেছে লাখ লাখ মানুষ। মা না থাকায় মা ছাড়াই একা একা ফ্লেমিঙ্গোটি চিড়িয়াখানায় ঘুরে বেড়ায়।

চিড়িয়াখানার ভেতরে কিছু অংশ পাথরে বাধাই করা। এই পাথুরে অংশে চলাচল করার সময় যাতে তার পায়ে ক্ষত তৈরি না হয় তাই ফ্লেমিঙ্গোটির জন্য জুতা তৈরী করা হয়েছে। নীল রঙের জুতাজোড়া পরে বেশ গর্বের সঙ্গে গটগট করে হেটে বেড়াতে দেখা যাচ্ছে ফ্লেমিঙ্গোটিকে। মনে হয় জুতা জোড়া পায়ে দিতে বেশ সাচ্ছন্দবোধই করে পাখিটি। -এনডিটিভি