জাতীয়

অর্থ আত্মসাতের মামলায় এলজিইডি’র উপপরিচালক গ্রেপ্তার

By Daily Satkhira

October 05, 2016

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) উপপরিচালক তামজিদ সারওয়ারকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কোটি টাকা অর্থ আত্মসাতের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার সকালে মিরপুর আহম্মদনগর-পাইকপাড়ার বাসায় অভিযান চালিয়ে দুদক উপপরিচালক রফিকুল ইসলামের নেতৃত্বাধীন একটি টিম তাকে গ্রেপ্তার করে।

দুদক উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এসব তথ্য নিশ্চিত করেছেন।

দুদক উপপরিচালক জানান, সুনামগঞ্জের ধর্মপাশায় একটি সড়ক নির্মাণে এক কোটি দুই লাখ ৪২ হাজার ৩৩৪ টাকা আত্মসাতের অভিযোগে মঙ্গলবার তার বিরুদ্ধে সুনামগঞ্জে একটি মামলা করেন দুদক উপ-পরিচালক সুভাষ চন্দ্র। এ মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।