জাতীয়

টাঙ্গাইলে ট্রাক খাদে, নিহত ৪

By Daily Satkhira

October 05, 2016

ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার জোকারচর নামক স্থানে ট্রাক খাদে পড়ে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অনন্ত ৬ জন। নিহতরা হলেন পাবনা জেলার বেড়া উপজেলার বেড়া শম্ভুপুর গ্রামের বোকাই মিঞার ছেলে সোহেল মিঞা (৩৫), গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কমলপুর গ্রামের আসাদুর রহমানের ছেলে সুজন (৩৮), বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার হাশিমপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে আফছার (৬০) ও অজ্ঞাতনামা একজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক আজ সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার জোকারচর নামক স্থানে পৌঁছালে ট্রাকটির চাকা পাংচার হয়।

“এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশ্ববর্তী খাঁদে পড়ে যায়। ট্রাকের উপরে থাকা ২৬ জন যাত্রী সিমেন্টর নীচে চাপা পড়লে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়।”