দেবহাটা

দেবহাটায় বাল্য বিবাহ নিরোধে সচেতনতামূলক প্রশিক্ষণ

By Daily Satkhira

August 22, 2017

কেএম রেজাউল করিম: দেবহাটা উপজেলা পরিষদের বাস্তবায়নে, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং জাইকা ও স্থানীয় সরকার বিভাগের সহায়তায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার সকাল ১০ টায় বাল্য বিবাহ নিরোধ সম্পর্কিত সচেতনতামূলক ২ দিনের প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন নাহার। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা প্রকৌশলী আলহাজ¦ আব্দুল হামিদ মাহমুদ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জাইকার দেবহাটা উপজেলা উন্নয়ন ফ্যাসিলিটেটর রুপা আক্তার। এসময় সভায় অন্যান্যের মধ্যে দেবহাটা থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম, উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রনজিৎ কুমার রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, একটি বাড়ি একটি খামার প্রকল্পে দেবহাটা উপজেলা সমন্বয়কারী মুক্তা মন্ডল, প্রধান শিক্ষক মদন মোহন পাল, প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামান, প্রধান শিক্ষিকা অনিমা সিংহ, নিকাহ রেজিস্টারদের মধ্যে মাওঃ সিরাজুল ইসলাম, মাওঃ বাকী বিল্লাহ ও হাফেজ কামরুজ্জামান, পারুলিয়া ইউপি সদস্য সালাহউদ্দীন শরাফী, কুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান বিকাশ সরকার, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, ইউপি সদস্যা আলফাতুন্নেছা, ইউপি সদস্যা সাবিনা ইয়াসমিন, আশার আলোর ফাতেমা খাতুন ডলি, নিলা মহিলা উন্নয়ন সংস্থার নিলুফা ইয়াসমিন সহ উপজেলার বিভিন্ন শিক্ষক, পুরোহিত, সাংবাদিকবৃন্দ। প্রশিক্ষনে সার্বিক বিষয়ে মাল্টিমিডিয়ার মাধ্যমে বিবরন প্রদান করেন ব্রেকিং দ্যা সাইলেন্সের সাতক্ষীরা অফিস ইনচার্জ শরিফুল ইসলাম।