কালিগঞ্জ

নলতায় নিরাপদ অভিবাসন সংক্রান্ত কর্মশালা

By Daily Satkhira

August 22, 2017

তরিকুল ইসলাম লাভলু : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ৬নং নলতা ইউনিয় পরিষদ হলরুমে ২২ আগস্ট মঙ্গলবার সকাল ১০ টায় ক্রিসেন্ট সংস্থার আয়োজনে রইটস যশোর এবং এ.ডাব্লিউ.ও ইন্টারন্যাশলান এর আর্থিক সহযোগিতায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহনে “মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন” সম্পর্কে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালা অনুষ্ঠানে নলতা ইউপি সচিব মো. শহিদুল ইসলাম মৃধার সঞ্চলনায় অনুষ্ঠানের সভাপতি হিসেবে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন সম্পর্কে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন নলতা ইউপি চেয়ারম্যান মো. আজিজুর রহমান পাড়, অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ক্রিসেন্ট সাতক্ষীরা সংস্থা’র নির্বাহী পরিচালক মো.আবু জাফর সিদ্দিকী, রাইস যশোর এর ট্রেনিং অ্যাডভোকেসি অফিসার শাওলী সুলতানা। এসময় আরও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মো.হারুন-অর-রশিদ, এবাদুল হক শেখ, আজমির জামান, আব্দুল মজিদ, মো.হাবিবুর রহমান, আফসার আলী, মহিলা সদস্য হালিমা খাতুন, স্বরসতী রানী দাশ, খোদেজা খাতুন, নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজর প্রভাষক মো.শামসুল আরেফিন, সিসিটি কমিটির আছাফুর রহমান,নলতা হাসপাতালের আকবর আলী খান টিপু, মাওঃ রফিকুল ইসলাম, শিক্ষক আব্দুল মুহিদ, মাওঃ রফিকুল হাসান, মানবাধীকার জনকল্যান ফাউন্ডেশন (এম.জে.এফ) এর নির্বাহী পরিচালক মো.আজহারুল ইসলামসহ রাইট যশোর ও ক্রিসেন্ট সাতক্ষীরা সংস্থা’র বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের সিসিটি সদস্যরা কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় মানব পাচার কি, পাচারের কারণ ও ফলাফল, হটলাইন মোবাইল নং ও সিটিসি সদস্যদের পাচার প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এবং মানব পাচার প্রতিরোধ ও শিশু সুরক্ষা নিয়ে দিক নির্দেশনামূলক আলোচনা করেন এবং সবার সহযোগিতা কামনা করেন। এসময় প্রশিক্ষণ কর্মশালায় ৩০ জন প্রশিক্ষাণার্থী অংশগ্রহণ করেন।