কালিগঞ্জ ব্যুরো : জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৭ সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছে ছনকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহীনা আখতার (চায়না)। সে কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়ন ও গ্রামের মৃত মোহর আলী গাজির ছোট কন্যা। ২০০৬ সালের ২৩ এপ্রিল তিনি সহকারী শিক্ষিকা হিসাবে বিষ্ণপুরর ইউনিয়নের পারুলগাছা সরকষ্ঠুর প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। সেখান থেকে বদলী হয়ে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ১৬ নং ছনকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করে দীর্ঘ দিন সুনামের সাথে চাকুরী করছেন এবং একই বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৪ সালেও উপজেলার শ্রেষ্ঠ শিক্ষিকা হিসাবে নির্বাচিত হয়েছিলেন। শাহীনা আখতার চায়নার শিক্ষা জীবনে প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি লাভ করে। এসএসসি পরীক্ষায় প্রথম বিভাগে ৭৩৮ নম্বর ও এইচএসসিতে স্টাইফেন পায়। ১৯৯৮ সালে কালিগঞ্জ ডিগ্রী কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান ও ইংরেজী বিষয়ে পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। খুলনা বিএল কলেজে ইংরেজি ও রাষ্ট্রবিজ্ঞান দুই বিষয়ে মাস্টার্স পাশ করেন। পরবর্তীতে এল এল বি ও পাশ করেছেন। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক সমিতির কালিগঞ্জ উপজেলার যুগ্ম আহবায়ক ও জেলা পর্যায়ে সিনিয়ার সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। সাংসারিক জীবনে শারাফাত ইমতিয়াজ প্রিন্স নামের এক ছেলে সন্তানের জননী। বর্তমানে সে ঝিনাইদাহ ক্যাডেট কলেজে সুনামের সাথে লেখাপড়া করছেন।