কালিগঞ্জ

কালিগঞ্জে ২১ আগস্ট এর প্রতিবাদ ও শোক দিবসের আলোচনা সভা

By Daily Satkhira

August 22, 2017

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ: কালিগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা এবং ২১ আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগ মথুরেশপুর ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুশলিয়া ইউপি চেয়ারম্যান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমা- কালিগঞ্জ ইউনিটির সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন। প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল আহসান। উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগের সঞ্চালনায় এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জিএম মাহাতাব উদ্দীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মাষ্টার নরীম আলী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের ডেপুটি কমা-ার আব্দুল হাকিম, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জ্জী, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোবিন্দ মন্ডল, মথুরেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনছার আলী, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনো, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জেবুন্নাহার জেবু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জাতীয় শ্রমিক লীগের আহবায়ক শেখ শাহজালাল, যুগ্ম আহবায়ক আব্দুস সবুর, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক এড. হাবিব ফেরদৌস শিমুল, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ উজ্জ্বল, রতনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুম বিল্যাহ সুজন, বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি গৌতম কুমার লস্কার, উপজেলা তরুণ লীগের সভাপতি মোখলেছুর রহমান মুকুল প্রমুখ। বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যসহ ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নাজিমগঞ্জ মসজিদের পেশ ইমাম।