নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি এবং গণতন্ত্র বিকাশে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার অবদান অপরিসীম। তার দূরদৃষ্টি, বলিষ্ঠ নেতৃত্ব এবং জনকল্যাণমুখী কার্যক্রমে দেশ আজ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। মঙ্গলবার বিকালে সদর উপজেলার খানপুর হাসানিয়া ঈদগাহের ভিত্তিপ্রস্তর উদ্বোধন উত্তর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের সৃষ্টি হত না। তার নেতৃত্বে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। আর তার কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ ও জাতি দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। তার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই সাতক্ষীরা আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে। সাতক্ষীরার রাস্তা, বিদ্যুৎ, শিক্ষাসহ বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। সাতক্ষীরায় সকল মানুষের চিকিৎসা সেবা প্রদান করার জন্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ এই সরকারের আমলে প্রতিষ্ঠা হয়েছে। সাতক্ষীরা বাসীর স্বপ্নের বাইপাস সড়ক আজ পূরণ হতে চলেছে। ২০১৯ সালের আগেই সাতক্ষীরা বাসী তাদের স্বপ্নের বাইপাস সড়কের সুবিধা ভোগ করতে পারবে বলে জানান তিনি। আর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। এজন্য উন্নয়নের ধারা বজায় রাখার জন্যে আগামী সাংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ সরকার সাতক্ষীরায় যাকে নৌকার মাঝি করবেন সকলকে একযোগে জননেত্রীর সেই নৌকার মাঝিকে জয়ী করার জন্যে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান মানির সভাপতিত্বে ও শিবপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বাবু মহাদেব সরকারের সঞ্চলনায় ভিত্তি প্রস্তর উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজান আলী, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ধূলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু। এসময় বক্তারা বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে বাঙালী জাতির ওপর যে কলঙ্ক পড়েছে, তা কখনো মুছে ফেলার মতো নয়। জাতি বঙ্গবন্ধু পরিবারের রক্তের ঋণও কোনো দিন শোধ করতে পারবে না। তবে বঙ্গবন্ধুর প্রাণের সংগঠন আওয়ামী লীগের সাথে থাকলেই তার আত্মা শান্তি পাবে। ভিত্তিপ্রস্তর উদ্বোধন ও আলোচনা সভায় এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শিবপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহারুল ইসলাম, সাধারণ সম্পাদক, ইউপি সদস্য ও হাসানিয়া ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, পীরজাদা মহসেন আল মাঞ্জুর, মাওঃ আফছারউদ্দীন, ডাঃ ওয়াজেদ আলী, আওয়ামীলীগ নেতা রিয়াজুল ইসলাম, ওয়ার্ড যুবলীগের সভাপতি জাকির হোসেন (মিঠু), সাধারণ সম্পাদক আছাদুল ইসলাম আছাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর, ছাত্র নেতা ও সাংবাদিক নাজমুল শাহাদাৎ(জাকির), লিটন হোসেন, শ্রী তপন কুমার, আশিকুর রহমান, ইলিয়াস হোসেন, আরিফুল ইসলাম, আসাদুল ইসলাম সহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন।