খেলা

বিরাটকে টপকে যাওয়ার পথে কুক!‌

By Daily Satkhira

August 23, 2017

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দিবারাত্রের টেস্টে ইংল্যান্ডের সাবেক টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক ২৪৩ রানের ইনিংস খেলে ৬ পয়েন্ট পেয়েছেন। যার ফলে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে কুক খুব শীঘ্রই বিরাট কোহলিকে টপকে যাবেন বলে ধারণা করা হচ্ছে।

এই মুহূর্তে কুক ৮ পয়েন্টে পিছিয়ে আছেন বিরাট কোহলির থেকে। এই ফর্মে খেলতে পারলে ইংরেজ ব্যাটসম্যান কুক যে বিরাট কোহলিকে টপকে যাবেন, এমন সম্ভাবনার কথা শোনা যাচ্ছে অনেক সমালোচকদের মুখে। এই মুহূর্তে বিরাট কোহলিই একমাত্র ব্যাটসম্যান, যিনি তিন ঘরানার ক্রিকেটে আইসিসি র‌্যাঙ্কিংয়ে প্রথম ৫ জনের মধ্যে আছেন। এর আগে ২০১৩ সালে টেস্ট র‌্যাঙ্কিংয়ে প্রথম ৫ জনের মধ্যে ছিলেন কুক।

এদিকে খুব ভাল ফর্মে থাকা ইংল্যান্ড অধিনায়ক জো রুট ১৪ পয়েন্ট পেয়েছেন তার ১৩৬ রানের ইনিংসের জন্য। রুটের মোট পয়েন্ট এখন ৯০৫। তিনি পিছিয়ে আছেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথের চেয়ে। ক্রমতালিকায় শীর্ষে আছেন স্টিভ স্মিথই, ৯৪১ পয়েন্ট পেয়ে। সামনেই রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে ২ টেস্টের সিরিজ। মনে হয়, বাংলাদেশ সফরেও স্মিথ বড় রান করে ১ নম্বর জায়গাটা ধরে রাখতে পারবেন।