কালিগঞ্জ

কালিগঞ্জে সততা স্টোরের উদ্বোধন

By Daily Satkhira

August 23, 2017

কালিগঞ্জ প্রতিনিধি : তরুণ প্রজম্মের শিক্ষার্থীদের সততা, নিষ্ঠাবোধ সৃষ্টি ও দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার ব্যতিক্রমধর্মী সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও সততা চর্চার উদ্দেশে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে দূর্নীতি দমন কমিশন। বিদ্যালয়ের সততা স্টোর তৈরির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা ও আদর্শ গঠনের দৃষ্টান্ত সৃষ্টি করবে। কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে মঙ্গলবার দুপুর ১টায় সততা স্টোরের ফিতাকেটে অনুষ্ঠানিকভাবে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন, দুদক খুলনার বিভাগীয় উপ-পরিচালক মুহাঃ আবুল হোসেন। উদ্বোধনের পর তিনি ঐ দোকান থেকে নগদ টাকায় কলম, রাবার ক্রয় করেন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মনসুর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকতা নূর আহমেদ মাছুম, অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বরুণ কুমার দত্ত। আরো বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহীম। এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা দুদকের সহকারী পরিচালক ফয়সাল কাদের, রেডিও তেহেরানের সংবাদ উপস্থাপক আব্দুর রশিদ, শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য প্রভাষক জিএম আতিয়ার রহমান, প্রভাষক আকরাম হোসেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিএম আবু আব্দুল্লাহ, সৈয়দ মোমেনুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।