আন্তর্জাতিক

যোগীর রাজ্যে গরুর ওপর ‘এসিড’ নিক্ষেপ

By Daily Satkhira

August 23, 2017

ভারতের উত্তর প্রদেশের আগ্রায় তাজমহল থেকে পাঁচ কিলোমিটার দূরে কারমানা এলাকায় ১৫টি গরুর ওপর দুর্বৃত্তরা এসিড নিক্ষেপ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত পাঁচ থেকে ছয় দিনের মধ্যে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৪২৯ ধারা অনুযায়ী একটি এফআইআর করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম অপইন্ডিয়া ডটকমের প্রতিবেদনে বলা হয়, এসিড হামলার পর কারমানায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় হিন্দুত্ববাদী সংগঠনগুলো এ হামলার জন্য সংখ্যালঘুদের দায়ী করেছে।

পুলিশের ধারণা, দুধ থেকে ফ্যাট আলাদা করতে যে রাসায়নিক ব্যবহার করা হয়, সেটি ছোড়া হয়েছে গরুগুলোর ওপর। তবে কেউ কেউ ধারণা করেছেন, ক্ষেত খাওয়ায় গরুগুলোর ওপর এসিড ছুড়েছে গ্রামের বাসিন্দারা।

ভারতে গরুর ওপর এসিড ছোড়ার ঘটনা নতুন নয়। চলতি বছরের মে মাসে গুজরাটের পারবান্দর এলাকায় কয়েকটি গরু, বাছুর ও ষাঁড়ের ওপর এসিড নিক্ষেপ করে দুর্বৃত্তরা। একই মাসে হরিয়ানায় ক্ষেত খাওয়া কিছু গরুর ওপর এসিড ছুড়ে মারে একটি গ্রামের কিছু বাসিন্দা।

গত বছরের জুনে ইন্দোরে একটি বাছুরের ওপর এসিড নিক্ষেপ করে অজ্ঞাত দুর্বৃত্তরা। একই বছরের জুলাইয়ে মথুরায় কিছু বাছুরের ওপর এসিড ছোড়া হয়। এতে একটি বাছুর মারা যায়।