সাতক্ষীরা

বানভাসি শিশুদের সাহায্যে অর্থ সংগ্রহের উদ্যোগ

By Daily Satkhira

August 23, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিশু একাডেমী সাতক্ষীরার সহযোগিতায় বানভাসি শিশুদের সাহায্যার্থে অর্থ সংগ্রহের লক্ষ্যে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বুধবার বিকালে ‘বানভাসি শিশুদের সাহায্যার্থে আমরা’ এই ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু। তিনি বলেন, ‘সাতক্ষীরা থেকে বন্যার্তদের জন্য বিভিন্ন মাধ্যমে অর্থ সংগ্রহ করা হচ্ছে। আমরা এ উদ্যোগকে স্বাগত জানাই। এতে বন্যার্তদের কিছুটা হলেও কষ্ট লাঘব হবে। বাংলাদেশের কয়েকটি জেলা বন্যার পানিতে তলিয়ে গেছে। এই বন্যায় বেশি কষ্ট পাচ্ছে শিশু ও বৃদ্ধরা। ঐসব অসহায় শিশুদের কল্যাণে আর্থিক সহায়তা এবং তাদের পাশে দাঁড়াতে এধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এড. আবুল কালাম আজাদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবু জাফর মো. আসিফ ইকবাল। মানববন্ধনে জেলার বিভিন্ন শিশু ফোরামের শিশুরা উপস্থিত ছিলেন।