শ্যামনগর

শ্যামনগরে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে চেক বিতরণ

By Daily Satkhira

August 24, 2017

শ্যামনগর ব্যুরো : বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের ধর্ম বিষয়ক মন্ত্রী ও সচিবের আর্থিক অনুদান তহবিল হতে নগত টাকা ও চেক বিতরন করা হয়েছে। বুধবার দুপুর ১২ টায় শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিজস্ব কার্যালয়ে শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের ১৬ টি মসজিদ ও মন্দিরে প্রত্যেক মসজিদে এ চেক বিতরণ করা হয়। ১ লাখ ৮৫ হাজার টাকা চেক বিতরণকালে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম, কৈখালী ইউনিয়নের বিভিন্ন মসজিদ ও মন্দিরের সভাপতি/সম্পাদক সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।