শ্যামনগর

শ্যামনগরে হরিনগর তহশিলদারের বিরুদ্ধে নানা অভিযোগ

By Daily Satkhira

August 24, 2017

শ্যামনগর ব্যুরো : শ্যামনগরের হরিনগর তহশীলদার প্রদীপ কুমার গাইনের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টের স্টে অর্ডার অবমাননা, উৎকোচ গ্রহণ ও মৎস্য ঘের লুটের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগটি দায়ের করেন- শ্যামনগরের চুনকুড়ি গ্রামের বাবর আলির পুত্র আবুল বাসার। অভিযোগ সূত্রে প্রকাশ, আবুল বাসারের হরিনগর মৌজার এস,এ,১/৫৭৬ দাগের ২৫৫১,২৫৫৩,২৫৫৪ খতিয়ানের মধ্যে ৩একর ৪৪শতক জমিতে দীর্ঘদিন শান্তিপূর্ণভাবে মৎস্য ঘের করে আসছে। এ জমি নিয়ে বিরোধ হওয়ায় মহামান্য হাইকোর্টের রিট পিটিশন নং ১১৯০৩/২০১৪ স্টে অর্ডারের আদেশ হয়। গত ২৫ মে ২০১৭ তারিখে ২০১৭ তারিখে তহশীলদার প্রদীপ কুমার গাইন ও এক শ্রেণির স্বার্থন্বেষী মহলের নিকট থেকে অবৈধ টাকা নিয়ে তাদের সাথে করে আবুল বাসারের মৎস্য ঘেরের বাধ কেটে ও মৎস্য লুটপাট করে ৩/৪ লক্ষ টাকার মাছ আত্মসাৎ ও ক্ষতি করে। এতে আবুল বাসারসহ ৩ টি পরিবার দারুনভাবে ক্ষতিগ্রস্ত হয়। তহশীলদার মহামাণ্য হাইকোর্টের স্টে অর্ডার জানা সত্ত্বেও খাস জমির বাধ অপসারনের অভিযোগ দেখিয়ে এ ক্ষতি করে। এ তহশীলদারের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অহরহ অভিযোগ রয়েছে। এ ব্যাপারে তহশীলদার প্রদীপ কুমার গাইন জানান, কর্তৃপক্ষের নির্দেশে তিনি তার ঘেরের বাধ কর্তন করেছিলেন, তবে অর্থের বিনিময়ে নয়।