তালা

তালায় দুর্যোগকালীন সময়ে প্রাইভেট সেক্টরের ভূমিকা নিয়ে সেমিনার

By Daily Satkhira

August 24, 2017

তালা প্রতিনিধি : জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যাংক কর্মকর্তা ও মোবাইল ব্যাংকিং এজন্টেসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অংশগ্রহণে “দুর্যোগকালীন সময়ে প্রাইভেট সেক্টরের ভূমিকা” শীর্ষক অ্যাডভোকেসি সভা বুধবার সকালে তালা উপজেলা পরিষদ সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক দাতা সংস্থা অক্সফাম’র অর্থায়নে, আশ্রয় ফাউন্ডেশন’র সহযোগিতায় এবং তালার বেসরকারি সংস্থা মুক্তি ফাউন্ডেশন’র আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, মুক্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোবিন্দ ঘোষ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আলাউদ্দীন জোয়াদ্দার, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার রফিকুল ইসলাম, ধানদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, জনতা ব্যাংক- তালা শাখার ব্যবস্থাপক মো. শাহিনুর রহমান ও আশ্রয় ফাউন্ডেশন’র সংশ্লিষ্ট প্রজেক্ট ব্যবস্থাপক মিজানুর রহমান। মুক্তি ফাউন্ডেশন’র প্রোগ্রাম অফিসার আবুল কালাম আজাদ’র পরিচালনায় এসময় সিনিয়র সাংবাদিক আব্দুল আলীম, গাজী জাহিদুর রহমান, বি.এম. জুলফিকার রায়হান, জাহাঙ্গীর আলম কবির, ইউপি সদস্য মইনুল ইসলাম, এনজিও আরা’র নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদ, ডিবিবিএল তালা এজেন্ট অফিসের মো. শফিকুল ইসলাম, ব্যবসায়ী রফিকুল ইসলাম, ইন্দ্রজীৎ কুমার, মুক্তি ফাউন্ডেশন’র কর্মকর্তা উত্তম কুমার ঘোষ ও আসমা আক্তার প্রমুখ বক্তৃতা করেন। সভায়- দুর্যোগকালীন এবং দুর্যোগের আগে ও পরে প্রাইভেট সেক্টরের করণীয় বিষয়ে আলোচনা হয়।