আন্তর্জাতিক

ভারতের উদ্বেগ বাড়িয়ে পাকিস্তানে চীনা সেনা মোতায়েন

By Daily Satkhira

August 24, 2017

উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-চীন সম্পর্ক। যুদ্ধের জন্য মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে দু’টি দেশ। আর এরই মাঝে পাকিস্তানের ৩০০০ কিলোমিটার দীর্ঘ চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি’র কাজ শুরু হয়েছে। এক্ষেত্রে পাকিস্তানে আরও বেশি চীনা সেনা মোতায়েন করা হতে পারে বলে মনে করছে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো।

প্রসঙ্গত, ইতিমধ্যে অর্থনৈতিক করিডরের নিরাপত্তায় পাকিস্তান তিনটি স্বতন্ত্র পদাতিক বিগ্রেড এবং দু’টি বাড়তি গোলন্দাজ রেজিমেন্টও তৈরি করেছে।

প্রকাশিত এক সংবাদমাধ্যমের খবর অনুসারে, সিপিইসি’কে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে পাকিস্তান। এই করিডরের মাধ্যমে বেলুচিস্তানের গোয়াদার বন্দরের সঙ্গে চীনের সিনজিয়াং অঞ্চলের সরাসরি সংযোগ স্থাপিত হবে। আর তাই এই অর্থনৈতিক করিডরের নিরাপত্তায় পাকিস্তানের মাটিতে আরও চীনা সেনা মোতায়েন করা হতে পারে। যদিও ইতিমধ্যে অর্থনৈতিক করিডের নিরাপত্তায় পাকিস্তানের বন্দরে ভিড়েছে বেশ কয়েকটি চীনা জাহাজ। এমনকি রয়েছে চীনা সেনাও।

প্রকাশিত সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পাকিস্তানের মাটিতে আরও চীনা সেনা মোতায়েন করা হতে পারে। তবে কত সেনা আসতে পারে তা এখনই বলা যাচ্ছে না।