মাহফিজুল ইসলাম আককাজ : বিএনপি-জামাত জোট সরকারের বর্বোরিচিত গ্রেনেড হামলায় নিহত বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আইভি রহমানের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ জেলা শাখার আয়োজনে শহরের রেড ক্রিসেন্ট ভবনে জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. ফরিদা আক্তার বানুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি মমতাজুন নাহার ঝর্ণা, নাদিরা আলী, হালিমা খাতুন, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোন্সা আরা, যুগ্ম সম্পাদিকা লায়লা পারভীন সেঁজুতি, সাংগঠনিক সম্পাদিকা শাকিলা ইসলাম জুঁই, মাহফুজা রুবি, কোষাধ্যক্ষ হেলেনা পারভীন প্রমুখ। স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘আইভি ছিলেন ভালো সংগঠক। সকল রাজনৈতিক কর্মকা-ে তার ছিল সরব উপস্থিতি। সে সবাইকে সহজে আপন করে নিতে পারত। রাজনৈতিক কর্মী সংগ্রহ করতে পারত। মৃত্যু সবার জন্য অবধারিত; কিন্তু আমরা কোনো অপমৃত্যু চাই না। আইভি রহমান মানুষকে মানুষের মতো ভালোবাসতে পারতেন। তাকে সবসময় দলের জন্য সাধারণ কর্মীদের মতো কাজ করতে দেখেছি। তার কোনো অহংকারবোধ ছিল না। তিনি ছিলেন, যেমন নারীবান্ধব, কর্মীবান্ধব ছিলেন তেমনি ছিলেন প্রতিবন্ধী বান্ধব। তিনি নিজের সন্তানের মতো করে অন্ধদের ভালোবাসতেন। ওই হামলার কারণে এখনো শত শত নেতা-কর্মী আহত হয়ে পঙ্গুত্ববরণ করে জীবন কাটাচ্ছেন। এই দেশ কিছুতেই মাথানত করবে না।’ এসময় উপস্থিত ছিলেন মহিলা নেত্রী মহুয়া, মমতাজ, সেলিনা, সুফিয়া, মাহমুদা, রেহেনা, মনোয়ারা, সালমা প্রমুখ। এসময় জেলা, উপজেলাসহ মহিলা আওয়ামীলীগের অংগ ও সহযোগী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক সালেহা আক্তার ও রেবেকা পারভীন।