কলারোয়া ডেস্ক : সাতক্ষীরার কলারোয়ায় কাকডাঙ্গা ও মাদরা সীমান্তের বিপরীতে ভারতের পৃথক হাকিমপুর ও তারালী বিএসএফ ক্যাম্পে আটক দুুই বাংলাদেশিকে হস্তান্তর করলো ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। বুধবার দুপুরের দিকে উপজেলার ভাদিয়ালী সীমান্তের মেইন পিলার ১৩/৩এস ৬ আরবি’র নিকট (কাকডাঙ্গা ক্যাম্প) এবং ভাদিয়ালী সীমান্তের মেইন পিলার ১৩/৩এস ৯ আরবি’র নিকট (মাদরা ক্যাম্প) পৃথক দু-দেশের পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় বিএসএফ তাদেরকে বাংলাদেশী বিজিবি’র কাছে হস্তান্তর করেন। হস্তান্তরকারীরা হল উপজেলার রুদ্রপুর গ্রামের মকবুল দালালের ছেলে ওসিকুর দালাল (৩৪) এবং কেরালকাতা গ্রামের অহেদ আলী সরদারের ছেলে ইয়াকুব আলী সরদার (৩৮)। কাকডাঙ্গা ও মাদরা বিজিবি ক্যাম্প সূত্রে জানা যায়, ওই ব্যক্তিরা গত কয়েকদিন আগে পাসপোর্ট ব্যতীত অবৈধভাবে ভারতে প্রবেশ করে হাকিমপুুর ও তারালী বিএসএফ ক্যাম্প এলাকায় ঘোরাফেরা করছিল। এসময় টহলরত বিএসএফ তাদের আটক করে বুধবার দুপুরে ওই দুই সীমান্তের ক্যাম্প বিজিবি’র নিকট পত্র প্রেরণ করেন। বিএসএফের আহবানে সাড়া দিয়ে সীমান্তের ভূখন্ডে দু-দেশের পৃথক পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় বিএসএফ তাদের বিজিবি’র নিকট হস্তান্তর করেন। পরে রাতে তাদের কলারোয়া থানায় সোপার্দ করা হয়। এ ব্যাপারে কাকডাঙ্গা ক্যাম্পের হাবিলদার শাহাজান আলী ও মাদরা ক্যাম্পের নায়েক চিংনু মার্মা বাদি হয়ে আটকদের বিরুদ্ধে থানায় পৃথক দুইটি পাসপোর্ট আইনে মামলা নং (৩৫-৩৬) ২৩/৮/১৭ দায়ের করেন এবং তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় বলে থানা সূত্রে জানা যায়।