কালিগঞ্জ

পাচারের শিকার নারীদের কালিগঞ্জে সেলাই মেশিন প্রদান

By Daily Satkhira

August 24, 2017

কালিগঞ্জ ব্যুরো : পাচরের শিকার হওয়া নারীদের সমাজের মানুষ বাঁকা চোখে দেখলেও তাদের কোন দোষ নেই। এক ধরনের প্রতারক ও দালাল চক্র দেশের বিভিন্ন স্থান এই কাজ করে থাকে। বিশেষ করে ভারতীয় সীমান্তবর্তী এলাকাগুলোতে এমন ধরনের ঘটনা প্রায় সময় ঘটে। প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের উদ্দেশ্যে তিনি বলেন ঘাবড়ানোর কোন কারণ নেই, আপনারা প্রশিক্ষণ শেষে বাড়িতে ফিরে দর্জি কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে সংসারের হাল ধরলে সকল সমস্যার সমাধান হবে। এক শ্রেণির নরপশুরা সহজ সরল মা বোনদের প্রলোভন দেখিয়ে বিদেশে মোটা অংকের টাকার চাকরির কথা বলে তাদের কে বিভিন্ন দেশে পাঁচার বা বিক্রি করে। এছাড়া উচ্চবিলাসী অভিবাসনের লোভ দেখিয়ে বিদেশে নিয়ে তাদের উপর বিভিন্ন ধরণের নির্যাতনের খবরও পাই আমরা পত্র পত্রিকার মাধ্যমে। আমরা যদি সচেতন হই তাহলে এ ধরনের কাজ সমাজ থেকে নির্মূল করা সম্ভব। বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রেসক্লাবের হলরুমে পাচারের শিকার মানুষদের সমন্বিত স্বাস্থ্যসেবা প্রকল্পের আওতায় রূপান্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান। রূপান্তরের কালিগঞ্জ ম্যানেজার শেখ সাব্বির আলমের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রূপান্তরের পরিচালক ও প্রকল্প সমন্বয়কারী মিজানুর রহমান পান্না, আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা (আওএম) এর প্রতিনিধি শেখ জাহাঙ্গীর হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা এমএ নাহার, (ভারপ্রাপ্ত) যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু প্রমুখ। ১৫ দিন ব্যাপী প্রশিক্ষণ শেষে পাচারের শিকার সাত জন নারীকে সেলাই মেশিক প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গেলাম মাঈনউদ্দিন হাসান।