গত মৌসুমে তার পারফরম্যান্সের কাছে ছিল না কেউ। লা লিগা তারপর চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়। তাই আগে থেকে তার উয়েফার বর্ষসেরা হওয়া নিয়ে কোনও সংশয়ও ছিল না। শেষ পর্যন্ত সেই ধারণাই সত্যি হলো। উয়েফার বর্ষসেরা নির্বাচিত হয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। টানা দ্বিতীয়বারের মতো এই পুরস্কার হাতে তুললেন তিনি।
এই পুরস্কার জিততে হারাতে হয়েছে বার্সেলোনা তারকা লিওনেল মেসি ও জুভেন্টাস তারকা জিয়ানলুইজি বুফনকে। এ নিয়ে তৃতীয়বার পুরস্কার হাতে তুললেন পর্তুগিজ তারকা। এই পুরস্কার দুবার জিতেছেন লিওনেল মেসি। একবার করে জিতেছেন আন্দ্রেস ইনিয়েস্তা ও ফ্রাঙ্ক রিবেরি। গত মৌসুমে রোনালদোর পারফরম্যান্সই বলে দেয় সব কথা। লা লিগা জিততে করেছেন ২৫ গোল, চ্যাম্পিয়নস লিগ জেতাতে দলের হয়ে ১৩ ম্যাচেই গোল করেছেন ১২টি।
বুফন উয়েফার বর্ষসেরায় কিছু অর্জন করতে না পারলেও হয়েছেন বর্ষসেরা গোলরক্ষক। সেরা ডিফেন্ডার সার্হিও রামোস, সেরা মিডফিল্ডার লুকা মদ্রিচ, সেরা ফরোয়ার্ড সেই রোনালদোই। অবশ্য এক্ষেত্রে মেসি-দিবালাকে টপকেই জিতেছেন এই পুরস্কার।