শেখ তহিদুর রহমান ডাবলু : শহরের ইটাগাছায় অবস্থিত ন্যাশনাল হাসপাতালের নোংরা পানি ও আবর্জনায় দূষিত হচ্ছে এলাকার পরিবেশ। অসুস্থ হয়ে পড়ছেন অনেক পথযাত্রী। কিন্তু এ বিষয়টি নিরসনে কোন পদক্ষেপ গ্রহণ করছেন না হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে স্থানীয় কাউন্সিলরকে বিষয়টি একাধিকবার জানিয়েও কোন প্রতিকার না পাওয়ার অভিযোগ এলাকাবাসীর। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ড্রেন দিয়ে হাসপাতালের টয়লেটের নোংরা পানি ও আবর্জনা, ড্রেসিংয়ের পুঁজ, রক্তমাখা বিষাক্ত পানি সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের উপর সরাসরি ফেলা হচ্ছে। অথচ ওই সড়ক দিয়ে হাজরো মানুষ যাতায়াত করে। স্কুলে যাতায়াত করে কোমলমতি শিশুরাও। প্রতিদিন রাস্তার উপরে ওই বিষাক্ত পানি ও আবর্জনার মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছেন অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে লেখালেখির সূত্র ধরে বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের পরিচালক হাফিজুল ইসলামের সাথে কথা বলার জন্য তার অফিসে গেলেও তাকে সেখানে পাওয়া যায়নি। পরে অবশ্য তার ব্যবহৃত ০১৭১১-৩৩২৬৫২ নম্বরে একাধিকবার ফোন দিলেন তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে হাসপাতালের একজন কর্মচারী বলেন, এ বিষয়ে দ্রুত একটি ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে এ ধরনের ন্যাক্কারজনক কাজের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় উঠেছে। কিন্তু তাতেও কোন কর্ণপাত করছে না হাসপাতাল কর্তৃপক্ষ। অপরদিকে স্থানীয় কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু বলেন, আমি বিষয়টি জানতে পেরে পৌরসভার পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি সড়কের উপর যেন এ ধরনের পুঁজ, রক্ত ও দূষিত পানি না ফেলে। কিন্তু তারা সে নিদের্শনা উপেক্ষা করে এ কাজ চালিয়ে যাচ্ছে। তবে আগামী রবিবারে তাদের বিরুদ্ধে পৌর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।