আন্তর্জাতিক

ইংলাক সিনাওয়াত্রার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

By Daily Satkhira

August 25, 2017

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির সর্বোচ্চ আদালত। দায়িত্ব অবহেলার অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়। শুক্রবার (২৫ আগস্ট) দেশটির সুপ্রিম কোর্ট এ রায় দেয়। ওইদিন মামলার রায় দেওয়ার কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণে ইংলাক এদিন আদালতে উপস্থিত হতে পারেননি। আদালতের হাজির না হওয়ার বিষয়ে ইংলাকের আইনজীবীরা তার অসুস্থতার কথা বলেন। এ সময় আইনজীবীরা বলেন, কানের সমস্যায় ভুগছেন ইংলাক। তাই আদালতে হাজির হতে পারেননি। এ জন্য সময়ের আবেদন করছি। তবে এর স্বপক্ষে আদালতে কোনো ধরনের চিকিৎসার কাগজপত্র দেখাতে পারেননি আইনজীবীরা। তাদের ব্যাখ্যা খারিজ করে দিয়ে ইংলাকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এদিকে দেশটির লাকসি জেলায় আদালতের সামনে হাজারো সমর্থক জড়ো হয়ে বিক্ষোভ করছেন। বৃহস্পতিবার সমর্থকদের ইংলাক বলেন, শুক্রবার তিনি বাড়িতেই থাকবেন, আদালতে যাবেন না।