দেবহাটা

দেবহাটায় কুলিয়ায় জনবহুল এলাকায় পোল্ট্রি খামার নির্মাণ!

By Daily Satkhira

August 25, 2017

কে এম রেজাউল করিম : দেবহাটার কুলিয়ায় সরকারি নির্দেশনা অমান্য করে জনবহুল এলাকায় পোল্ট্রি খামার নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। আগামী ২৯ আগস্ট এব্যাপারে খুলনা পরিবেশ অধিদপ্তরের শুনানীর দিন ধার্য থাকার আগে পোল্ট্রি খামারের কাজ করায় এলাকাবাসী বিষ্ময় প্রকাশ করেছেন। জানা গেছে, দেবহাটা উপজেলার পশ্চিম কুলিয়া গ্রামের মৃত আব্দুল মজিদ সরদারের ছেলে মহিউদ্দীন আহমেদ ও তার বোন শাজেদা খাতুনসহ কতিপয় ব্যক্তি বাদি হয়ে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে তাদের বসত ভিটার ১০০ গজের মধ্যে একই গ্রামের ফজর আলীর ছেলে ফজলুর রহমান পোল্ট্রি খামার নির্মাণ করছেন বলে গত ৫মে ইং তারিখে একটি লিখিত অভিযোগ প্রেরণ করেন। ইউএনও বিষয়টি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে তদন্তপূর্বক প্রতিবেদন প্রেরণের নির্দেশ দেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তদন্ত করে প্রতিবেদন প্রদান করেন। প্রতিবেদন মতে উপজেলা নির্বাহী কর্মকর্তা গত ৫জুন তারিখে তার অফিসের স্মারক নং- ০৫.৪৪.৮৭২৫.০০১.১১.০০৭.১৭-৫৫৯ -তে জাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালা ২০০৮ এর ৬.১.১.১ অনুচ্ছেদের “ক” এ স্পষ্টভাবে বলা হয়েছে বাণিজ্যিক খামার ঘনবসতি এলাকা এবং শহরের বাইরে স্থাপন করতে হবে। সুতরাং পোল্ট্রি খামার স্থাপনের স্থাপন উপযুক্ত নয় এবং উক্ত স্থানে বাণিজ্যিকভাবে পোল্ট্রি খামার নির্মাণ হলে মারাত্মক পরিবেশ দূষিত হওয়ার সম্ভাবনা আছে মর্মে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তার প্রতিবেদনে উল্লেখ করেন, সেহেতু ফজলুর রহমানকে পোল্ট্রি ফার্ম নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য ইউএনও নির্দেশ দেন। এছাড়া বিষয়টি খুলনা পরিবেশ অধিদপ্তরে প্রেরণ করেন। আগামী ২৯ আগস্ট এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরে শুনানীর দিন ধার্য্য আছে বলে জানা গেছে। কিন্তু সেসব নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ফজলুর রহমান একই স্থানে গত ২/৩ দিন আগে থেকে তার পূর্বের স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।