সাতক্ষীরা

জেলা দূর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সাড়াদান কার্যক্রম কর্মশালা

By daily satkhira

October 05, 2016

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা দূর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সাড়াদান কার্যক্রম সম্পর্কে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ও ক্রিস্ট্রিয়ান এইড ও সুশীলনের সহযোগিতায় অতিরিক্ত জেলা প্রশাসক এ.এফ.এম এহতেশামূল হকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এড. আবুল কালাম আজাদ, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সুশীলনের ডেপুটি ডাইরেক্টর রফিকুল হক প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ কাজী আব্দুল মান্নান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনিরা পারভীন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফ হোসেন, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিবি খাদিজা, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুবক্কর সিদ্দীক, জেলা তথ্য অফিসার সিরাজুল হক মল্লিক, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জালাল উদ্দিন, রেড ক্রিসেন্টের জেলা ইউনিট অফিসার আতিকুল ইসলাম, সুশীলনের সিনিয়র প্রোগ্রাম অফিসার জি.এম মনিরুজ্জামানসহ জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ। কর্মশালায় আগামী ১৩ অক্টোবর দূর্যোগ ও প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনাসভা ও মহড়া অনুষ্ঠিত হবে বলে জানান হয়।