কালিগঞ্জ

ঈদে মুক্তি পাচ্ছে সাতক্ষীরার মঈনের মাদিনাওয়ালা

By Daily Satkhira

August 25, 2017

বিনোদন ডেস্ক : শিল্পী এস এম মঈন এর কাওয়ালী/সুফী ঘরোয়ানার গান -মাদিনাওয়ালা-ঈদ-উল-আয্হাতে প্রকাশ পেতে যাচ্ছে। উল্লেখ্য, শিল্পী এস এম মঈন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার নলতা ইউনিয়নের ইন্দ্রনগর গ্রামের শেখ মনাজাত হুসাইনের কনিষ্ঠ পুত্র। শৈশব কাল থেকেই সঙ্গীত নিয়ে পথচলা। শিল্পীর মা বলেন- ছোট বেলায় রেডিও থেকে আব্দুল আলিমের গান শুনে হুবহু তার মত করে গাওয়ার চেষ্টা করতেন। ঢাকা কলেজে বাংলাতে অনার্স ও মাস্টার্স করার পাশাপাশি সঙ্গীত জগতে বিভিন্নভাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন কালচারাল গ্রুপের সাথে কাজ করেছেন। সারাদেশে বিভিন্ন স্টেজে গান গেয়ে নাম করলেও আর্থিক সংকটের কারণে ভাল কোন মিউজিক কম্পোজ করে গান বানানো সম্ভব হয়নি। তিনি একাধারে শিল্পী, কবি, গীতিকার, সুরকার, অভিনেতা এবং আদর্শ একজন শিক্ষক। তারপরেও তিনি শিল্পী হিসেবে নিজেকে পরিচয় দিতে বেশি পছন্দ করেন। মাদিনাওয়ালা গানটি নিয়ে তিনি খুবই আশাবাদী, তিনি সবার নিকট দোয়া চেয়ে বলেন- গানটি প্রায় অর্ধহাজার বার গাওয়া হয়েছে, আর তাই দর্শক শ্রোতাদের উৎসাহে আমি এই গানটি নিয়ে সবার সামনে হাজির হয়েছি, সৃষ্টিকর্তার কৃপা থাকলে গানটি সারা পৃথিবীতে স্থান করে নেবে। মাদিনাওয়ালা গানটির সঙ্গীতায়োজন করেছেন ইন্টারন্যাশনাল মিউজিক কম্পোজার পারভেজ জুয়েল, গানের কথা ও সুর দিয়েছেন শিল্পী নিজেই। শিল্পী এস এম মঈন বলেন ঈদের আগেই গানটি তার নিজস্ব অনলাইন youtube channel =(sm moin singer ) – এ প্রকাশ করা হবে।