কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার সংলগ্ম কাঁকশিয়ালী নদীর খেয়াঘাটের পাশে অবৈধভাবে নির্মিত ৫ টি পাঁকা দোকান ঘর ভেঙে উচ্ছেদ করা হয়েছে। শুক্রবার সকাল ৯টায় দিকে সহকারী কমিশনার (ভূমি) নূর আহমেদ মাছুম এর নেতৃত্বে অবৈধ দোকানঘর ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভূমি অফিসের সার্ভেয়ার শফিকুল ইসলাম ও কালিগঞ্জ থানা পুলিশের সদস্যবৃন্দ। উল্লেখ্য নাজিগঞ্জ বাজারের খেয়াঘাটের পাশে খাস জমিতে স্থানীয় কতিপয় ব্যক্তি অবৈধ ভাবে পাকা ঘর নির্মাণ কাজ শুরু করলে উপজেলা ভূমি অফিসের তরফ থেকে সরকারি জায়গায় ঘর তৈরী করতে নিষেধ করা হয়।
এদিকে ভূমি অফিসের নির্দেশ অমান্য করে গোপনে শীতলপুর গ্রামের মৃত আহম্মাদ মোড়লের ছেলে আমজেদ আলী, মৃত কিনু মোড়লের ছেলে ইশার আলী ও একই গ্রামের আব্দুল হামিদের ছেলে শাহাজন আলী, গনপতি গ্রামের আব্দুর রউফের ছেলে নূর আলম, বসন্তপুর গ্রামের রহমাতুল্লার ছেলে আব্দুর রহমান ও বসন্তপুর ভূমি অফিসের সহকারী নায়েব ফয়েজ ও তার শ্যালক শারাফাতের প্রত্যক্ষ সহযোগিতায় নাজিমগঞ্জ বাজারের খোয়াঘাটের পাশে অবৈধভাবে দোকানঘর নির্মাণের জন্য পাঁকা পিলার স্থাপনের কার্যক্রম চালাতে থাকে। সংবাদ পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নূর আহম্মেদ মাছুম থানা পুলিশের সহযোগিতায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি ফিরোজ কবির কাজল ও স্থানীয় ব্যবসায়িবৃন্দ। এদিকে দীর্ঘদিন যাবৎ নাজিমগঞ্জ বাজারে পেরিফেরী ও সরকারের খাস জমিতে অবৈধ ভাবে বিভিন্ন ব্যাক্তি দোকান ঘর নির্মাণ করে ব্যবসা করে আসছে বলে স্থানীয় ব্যবসায়িরা সহকারী কমিশনার কে বিষয়টি অবগত করেন।