শ্যামনগর ব্যুরো : শ্যামনগরের গাবুরায় আইলায় ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চলে সামাজিক বনায়ন সৃষ্টির লক্ষ্যে ১৫ দিন ব্যপী বৃক্ষ মেলা শুরু হয়েছে। গত ২৫ আগষ্ট শ্যামনগরের গাবুরা ইউনিয়ন পরিষদের আয়োজনে চৌদ্দরশি বাজারে প্রাকৃতিক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বৃক্ষ মেলার উদ্ধোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম শফিউল আযম লেনিন। গাবুরা ভারপ্রাপ্ত ইউপি চেয়রম্যান জি এম আব্দুর রহিম এর সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ডালিম কুমার ঘরামী, সদস্য এস এম গোলাম মোস্তফা মুকুল প্রমুখ। উল্লেখ্য, গাবুরার প্রয়াত চেয়ারম্যান জি এম আলী আজম টিটো এ মেলার উদ্যোক্তা ছিলেন। মেলায় বিভিন্ন ধরনের ফলজ, বনজ গাছের চারাসহ নানা ধরনের জিনিসপত্রের ক্রয় বিক্রয়ের জন্য শোভা বর্ধন করেছে। এ দিকে আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে অস্থায়ীভাবে চৌদ্দরশি বাজারে গরু ছাগলসহ অন্যান্য পশুর হাটেরও উদ্বোধন করা হয়।