স্বাস্থ্য ও জীবন : রূপচর্চা থেকে শরীরকে সুস্থ রাখাতেও তো পেঁয়াজের জুড়ি মেলা ভার। কোনও কোনও ক্ষেত্রে তো শুধু হাতের তালুতে পেঁয়াজ ঘষলেই ঘটে যায় নাকি মিরাকল। পেঁয়াজের রসে হলুদ মিশিয়ে তা ত্বকে লাগালে, ত্বকের দাগ ধীরে ধীরে মিলিয়ে যায়। ফিরে আসতে হারানো উজ্জ্বলতা। পেঁয়াজকে মনে করা হয় প্রাকৃতিক ব্যাথানাশক। পেঁয়াজ খেলে মাসিকের ব্যথাতেও উপশম হয়। আবার ঠা-ায় সর্দি বা গরমে নাক থেকে রক্তপাত বন্ধে পেঁয়াজের গন্ধই বোধ হয় ম্যাজিকের কাজ করে। গলার ব্যথাতেও নাকি পেঁয়াজ ফোটানো পানি খেলে আরাম পাওয়া যায়। মশা বা মৌমাছি কামড়ালে সে স্থানে ঘষলে পেঁয়াজের মধ্যে থাকা সালফার এই চুলকানি বন্ধ করে স্বস্তি দেয়।