জাতীয়

ফুলবাড়ী দিবস: ১১ বছরেও বাস্তবায়ন হয়নি ৬ দফা চুক্তি

By Daily Satkhira

August 26, 2017

ফুলবাড়ী দিবস আজ। ২০০৬ সালের ২৬ আগস্ট এই দিনে দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন নিয়ে সরকারের সঙ্গে এশিয়া এনার্জির চুক্তির প্রতিবাদে আন্দোলনরত গ্রামবাসীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালায়।

সেদিন গুলিতে তরিকুল ইসলাম, আমিন ও সালেকিন নামে ৩ জন গ্রামবাসী নিহত হন। আহত হন আড়াই শ’র বেশি মানুষ। আহতরা অনেকেই পঙ্গুত্ব বরণ করে মানবেতর দিন কাটাচ্ছেন।

ঘটনার পর সরকারের সঙ্গে ৬ দফার একটি চুক্তি সম্পাদিত হয়। কিন্তু দীর্ঘ ১১ বছর কেটে গেলেও সেই চুক্তি এখনো কার্যকর হয়নি। ওই সময়ে বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুলবাড়ীতে গিয়ে ৬ দফা চুক্তির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বলেছিলেন, তিনি ক্ষমতায় গেলে এ চুক্তি বাস্তবায়ন করবেন।

প্রতিবছর এ দিনটি ফুলবাড়ী দিবস হিসেবে পালন করে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। ফুলবাড়ী দিবসে দেশের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন বিভিন্ন কার্যসূচি গ্রহণ করেছে।