তালা

সাতক্ষীরায় অটোরাইচ মিলের কালো ধোঁয়ায় পরিবেশের ক্ষতির প্রতিবাদে মানববন্ধন

By Daily Satkhira

August 26, 2017

আসাদুজ্জামান : সাতক্ষীরায় অটোরাইচ মিলের কালো ধোঁয়া, ছাই ও নির্গত বর্জ্য পদার্থের ফলে কৃষি জমি এবং পরিবেশের মারাত্মক ক্ষতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় শহরের অদূরে ত্রিশমাইল অটোরাইচ মিল সংলঙ্গ বঙ্গবন্ধু পেশা ভিত্তি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন কর্মসূচিটি পালিত হয়। এলাকাবাসির আয়োজনে তালা উপজেলার নগরঘাটা ইউপি সদস্য লক্ষ্মী কান্ত সরকারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা ওয়র্কার্সা পার্টি নেতা ফাহিমুল হক কিসলু, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, বঙ্গবন্ধু পেশাভিত্তিক স্কুলের প্রধান শিক্ষিকা লায়লা পারভীন সেঁজুতি, সাতক্ষীরা কলেজ শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহমান, বঙ্গবন্ধু পেশাভিত্তিক স্কুলের শিক্ষক বাবু রামকৃষ্ণ মন্ডল প্রমুখ। বক্তরা বলেন, মানববন্ধন কর্মসূচি থেকে অবিলম্বে আবাসিক এলাকায় উক্ত রাকিব অটো রাইসমিলটি বন্ধের দাবী জানান। তারা আরো বলেন, রাকিব অটো রাইস মিলের বর্জ্য পাশের বেতনা ও কপোতাক্ষ নদের পানিতে মিশে মারা যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ। এই বর্জ্য মিশ্রিত পানি আশাপাশের মৎস্য ঘের ও পুকুরে মিশে দুর্ষিত হচ্ছে পানি। এর ফলে শুধু মাছ মারা যাচ্ছেনা, মানবদেহেরও নানা সমস্যা দেখা দিচ্ছে। আর এই মিলের ছাই বাতাসে উড়ে এস পাশ^বর্তী বঙ্গবন্ধু পেশা ভিত্তিক স্কুল ও কাপাশডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা একদিকে, ক্লাস করতে পারছে না অন্যদিকে, শিক্ষর্থীদের মারাতকœ শারিরীক সমস্যা দেখা দিচ্ছে। তাই অবিলম্বে আবাসিক এলাকায় উক্ত রাকিব অটো রাইসমিলটি বন্ধের জন্য বক্তারা প্রশাসনের আশু হস্তেক্ষেপ কামনা করেছেন।