তিন মাসে ফরাসি প্রেসিডেন্টের সাজগোজের খরচ ২৬ হাজার ইউরো। টাকার হিসেবে যা প্রায় ২০ লক্ষের কাছাকাছি। সাজগোজের জন্য এই আকাশছোঁয়া খরচের জেরে ইতিমধ্যেই সমালোচনার মুখে পড়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ।
সংবাদমাধ্যমের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে বা বিদেশ সফরে গিয়ে সাধারণত মেকআপ শিল্পীর সাহায্য নেন রাষ্ট্রনেতারা। তেমনই প্রেসিডেন্ট মাক্রনেরও ব্যক্তিগত মেকআপ শিল্পী রয়েছেন। একটি ফরাসি পত্রিকায় প্রকাশিত খবর, প্রেসিডেন্টের দফতর থেকেই জানানো হয়েছে সাজগোজের পিছনে এত বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেন দেশের তরুণ প্রেসিডেন্ট।
এই খবর প্রকাশিত হওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। বাজেট বরাদ্দে ছাঁটাইয়ের পরে গত কয়েক সপ্তাহ ধরে ক্রমশ নীচের দিকে নেমেছে মাক্রনের জনপ্রিয়তা। তার মধ্যে ব্যক্তিগত সাজগোজের পিছনে এই বিপুল খরচের তথ্য বিপদ বাড়িয়েছে মাক্রনের।
তবে স্থানীয় ওই পত্রিকাটির দাবি, মাক্রনের তুলনায় ঢের বেশি ছিল সাবেক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সাজগোজের খরচ। মাসিক বেতন ১০ হাজার ইউরো দিয়ে নিজের জন্য এক জন মেকআপ শিল্পী নিয়োগ করেছিলেন ওলাঁদ।