হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরের চাল নিয়ে অনিয়ম বন্ধের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদে দরিদ্রদের মাঝে চাল বিতরণে ঠিক মতো তালিকা হচ্ছে না বলে সংসদ সদস্য মীর শওকত আলী বাদশা অভিযোগ করলে প্রধানমন্ত্রী এ কথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, হতদরিদ্রদের চাল বিতরণের যে তালিকা করা হচ্ছে, বিষয়টি সাংসদরা পরীক্ষা করে দেখবেন। তারপরেও কোন অনিয়ম করলে, তার ডিলারশীপ বাতিল হবে। কোনো জনপ্রতিনিধি অনিয়ম করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রামের চিলমারীতে ১০ টাকা কেজি দরে চাল বিরতণ কর্মসূচির উদ্বোধন করেন। আরেক প্রশ্নের জবাবে তথ্য প্রযুক্তি খাতে সরকারের নেয়া কর্মসূচির বিস্তারিত চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি চালু হয়েছে জীবনের সবক্ষেত্রেই। শেখ হাসিনা বলেন, আগামী ৫ বছরের মধ্যে তথ্য প্রযুক্তি খাত থেকে বছরে ৫ বিলিয়ন মার্কিন ডলার আয়ের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এজন্য ২০ লাখ তথ্য প্রযুক্তি পেশাজীবী সৃষ্টিসহ বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী আশা করেন, তথ্য প্রযুক্তিখাতে উন্নয়নের মাধ্যমে সার্বিক অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি দুর্নীতি-অনিয়ম দূর হওয়ার পাশাপাশি জীবনযাত্রা আরো সহজ হবে।