কালিগঞ্জ ব্যুরো : সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান। “জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৭” জেলা শ্রেষ্ঠ বাছাই প্রতিযোগিতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কক্ষে মাল্টিমিডিয়া ক্লাসরুমসহ শিক্ষার গুণগত মান উন্নয়নে বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ নির্বাহী কর্মকর্তা হিসাবে মনোনীত করা হয়। ২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারি তিনি কালিগঞ্জ উপজেলায় যোগদানের পর থেকে উপজেলায় বাল্যবিয়ে, ভিক্ষুক ম্ক্তুকরণসহ সকল ক্ষেত্রে বিশেষ কার্যক্রম বাস্তবায়ন করায় জেলা যাচাই বাছাই কমিটি তাকে জেলার শ্রেষ্ঠ নির্বাহী কর্মকর্তা হিসেবে স্বীকৃতি দেন। তিনি জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের আধুনিক কমপ্লেক্স ভবন নির্মাণ, উপজেলা ল্যবরেটরি স্কুলের দ্বিতল ভবন ও স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, উপজেলা লাইব্রেরি, শিল্পকলা একাডেমি, ক্রীড়া সংস্থা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, উপজেলা সদরের কাঁকশিয়ালী নদীর তীরে অবস্থিত সোহরাওয়ার্দী পার্কের মনোরম পরিবেশে সৃষ্টির মাধ্যমে বিনোদনের ব্যবস্থাসহ কালিগঞ্জ উপজেলাকে মডেল উপজেলা তৈরির জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছেন। এদিকে জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা হিসেবে কালিগঞ্জের কৃতি সন্তান ছনকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা শাহীনা আখতার (চায়না) ও শ্রেষ্ঠ বিদ্যালয় নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন কালিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।