কালিগঞ্জ ব্যুরো : আদম ব্যবসায়ীর খপ্পরে পড়ে সর্বশান্ত হয়েছে কালিগঞ্জের দুই যুবক। বিষয়ে প্রতিকার চেয়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদের সদস্য এসএম জগলুল হায়দারের কাছে অভিযোগ করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রতনপুর ইউনিয়নের নিত্যনন্দপুর গ্রামের আবু ইছা গাজীর ছেলে কামরুল ইসলাম একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আব্দুল্লাহ গাজী দীর্ঘদিন ধরে বাহারাইন অবস্থান করে। সেই সুবাদে তাদের পিতা আব্দুল হান্নান, বিদেশে ভাল কোম্পানিতে চাকরির দেওয়ার প্রলোভন দেখিয়ে এলাকার অসহায়, গরিব ও বেকার যুবকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। ভূক্তভোগী কামরুল ইসলাম জানান, তার আপন ভাই আনোয়ারুল ইসলাম (৩৪) ও ফুফাতো ভাই আজগার আলী (৩০)-কে বাহারাইনে ভালো কোম্পানিতে চাকুরি দেওয়ার জন্য আব্দুল হান্নানের সাথে যোগাযোগ করেন। সেই মোতাবেক বিদেশে নিয়ে চাকরি দেওয়ার শর্তে তাদের জীবনের সহায় সম্বল ও সম্পত্তি বিক্রি করে বাহরাইন প্রবাসী আব্দুল্লাহ গাজীর সাথে চুক্তি অনুযায়ি দুই ব্যক্তির নিকট থেকে ৩ লাখ ৫০ হাজার টাকা করে মোট ৭ লাখ টাকা গ্রহন করে তাদের পিতা আব্দুল হান্নান। বিদেশে যাওয়ার পর ভালো কাজ বা (আকামা পার্সপোর্ট) কোম্পানির যাবতীয় কাগজপত্র না দিয়ে বাহারাইনে অবস্থানরত আব্দুল্লাহ গাজী আত্মগোপনে থাকে। প্রতারণার মাধ্যমে বিদেশে নিয়ে সঠিক কাগজ পত্র না দিয়ে পাসপোর্ট ও ভিসা কেড়ে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে তাদেরকে জোর পূর্বক কষ্টের কাজ করায়। কষ্ট সহ্য করতে না পেরে আনোরুল ও আজগার বিদেশে তাদের কষ্টের কথা পিতা, মাতা, পরিবারের সদস্যদের কাছে জানায়। প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও প্রতিকার চেয়ে আনোয়ারুলের পিতা আবু ইছা গাজী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে বিষয়টি জানায়।