সাতক্ষীরা

চাকরি দেওয়ার নাম করে সাতক্ষীরার যুবকদের সাথে প্রতারণা

By Daily Satkhira

August 27, 2017

নিজস্ব প্রতিবেদক : চাকরি দেওয়ার নাম করে বেকার যুবক-যুবতীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে শিশু স্বাস্থ্য কেন্দ্র নামে কথিত একটি সংস্থা। ইতোমধ্যে অনেকেই তাদের হাতে পড়ে প্রতারিত হয়েছেন। প্রতারিত হওয়া পাটকেলঘাটার দাদপুর এলাকার আব্দুল হাকিমের কন্যা রেহনা খাতুন জানান, তিনি স্থানীয় দৈনিক দৃষ্টিপাত পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে ওই কোম্পানিতে চাকরির আবেদন করেন। আবেদন করার কিছু দিন পর তার বাড়ির ঠিকানায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একটি নিয়োগপত্র আসে। নিয়োগপত্র আসার কিছুদিন পর সংস্থার একজন ব্যক্তি ০১৭৪৯ ৮১২৬৮৯ নাম্বারে তার কাছে ফোন দিয়ে বলেন, “৫ জুলাই তাকে অফিসে যোগদান করতে হবে। তবে এই মূহুর্তে একটি বিকাশ নাম্বারে কিছু টাকা পাঠাতে হবে। সে অনুযায়ী তিনি সাড়ে ৩ হাজার টাকা পাঠালে তারা বলে ৪/৫দিনের মধ্যে আপনাকে যে কোন অফিসে নিয়োগ দেওয়া হবে বলে বিলম্ব শুরু করে। কিন্তু প্রায় ২ মাস অতিবাহিত হলেও নিয়োগ না দিয়ে তারা টাল বাহানা শুরু করেছে। বর্তমানে বিভিন্ন নাম্বার দিয়ে ফোন করে টাকা দাবি করছে। টাকা না দিলে আমাকে নিয়োগ দেওয়া হবে না বলে জানিয়েছে।” তিনি আরো জানান এভাবে ভূয়া বিজ্ঞপ্তির মাধ্যমে জেলার একাধিক বেকার যুবক যুবতীদের নিকট থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছে ওই সংস্থা। এবিষয়ে ওই সংস্থার কয়েকটি নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়। এদিকে এধরনের বাটপারদের খপ্পরে নিঃশ্ব হচ্ছে হাজার হাজার বেকার যুবক-যুবতী। এসব ভূয়া সংস্থা কর্তৃপক্ষকে আইনের আওতায় এনে দৃষ্টন্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভূক্তভোগী ব্যক্তিরা।