সাতক্ষীরা

সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমানের অপসারণ দাবিতে প্রতিবন্ধীদের মানববন্ধন

By Daily Satkhira

August 27, 2017

নিজস্ব প্রতিবেদক: ঘুষখোর, দুর্নীতিবাজ সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান ও তার সহযোগীদের অপসারণ এবং প্রতিবন্ধী ভাতাভোগীদের তালিকা তৈরির ক্ষেত্রে দুর্নীতি, অনিয়ম ও প্রতিবন্ধী সংগঠনের ষড়যন্ত্রকারিদের বিরুদ্ধে সাতক্ষীরা মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকাল ১০টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে প্রতিবন্ধী নাগরিক অধিকার পরিষদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচিটি পালিত হয়। সংগঠনটির সভাপতি মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত মানবন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় অন্ধ সংস্থার সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম আজাদ, জেলা বাস্তহারা লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, ভূমিহীন উন্নয়ন সমিতির সভাপতি আব্দুস ছাত্তার, কালিগঞ্জ প্রতিবন্ধী পুর্নাবসন উন্নয়ণ সমিতির সভাপতি আব্দুল খালেক, জেলা ভুৃমিহীন সমিতির সভাপতি কওছর আলী, প্রতিবন্ধী নারী উন্নয়ন সমিতির সহ-সভানেত্রী নূর জাহান খাতুন, রেহেনা পারভীন প্রমুখ। বক্তারা বলেন, প্রতিবন্ধীরাও এ সমাজের কোন বোঝা নয়। তাদেরও স্বাধীন ভাবে বেঁচে থাকার অধিকার আছে। কিন্তু বর্তমানে সমাজের প্রতিটি মানুষের কাছে তারা লাঞ্চিত, অপমানিত হয়ে থাকে। তারা তো নিজের ইচ্ছায় কেউ প্রতিবন্ধী হয়নি। তাহলে তাদের উপর কেন এ বৈষম্য। বক্তারা আরোও বলেন, সাতক্ষীরা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান একজন ঘুষখোর, দুর্নীতিবাজ ব্যক্তি। তিনি প্রতিবন্ধীদের যে সকল সুযোগ সুবিধা আছে সেটা না দিয়ে টাকা খেয়ে সুবিধাভোগীদের নামে তালিকা করে থাকেন। তাই অবিলম্বে এই দুর্নীতিবাজ সমাজসেবা কর্মকর্তার অপসারণ করা না হলে আগামীতে আরো কঠিন কর্মসূচি দেওয়া হবে তারা জানান।